পেকুয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৫

কক্সবাজারের পেকুয়ায় সাত বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ ) বেলা ১১ টায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতেআলী মায়ের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
আরও পড়ুন: পেকুয়া শিক্ষক আরিফকে হত্যার পরিকল্পনাকারী যুবলীগ সভাপতি গ্রেফতার
এ ঘটনায় ভূক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একজনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে।
গ্রেতারকৃত আসামি মোহাম্মদ মকছুদ আহমদ (৪০) উপজেলার মগনামা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফতেআলী মা’র পাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
ভূক্তভোগী ৭ বছর বয়সী কন্যা শিশুটি একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
ভূক্তভোগী শিশুটির বাবা ও মা অভিযোগ করে বলেন, সকালে তাদের মেয়ে শিশুটি প্রতিদিনের মত মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। মাদ্রাসায় যাওয়া পথে অভিযুক্ত মকছুদ তাকে ফুসলিয়ে স্থানীয় একটি মৎস্য ঘেরের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়।
‘এক পর্যায়ে মকছুদ ধর্ষণের চেষ্টা করলে আমাদের মেয়ে শোর চিৎকার করতে থাকে। এসময় শিশুটির এক চাচা শোর চিৎকার শোনে ঘটনাস্থলে যান। এতে মকছুদকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় এবং আমাদের মেয়েকে তার কবল থেকে উদ্ধার করে। ’
পরে ঘটনার ব্যাপারে পেকুয়া থানা পুলিশকে অবহিত করা হয় বলে জানান, ভূক্তভোগী শিশুর বাবা-মা।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল
তিনি জানান, ঘটনার ব্যাপারে ভূক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একজনকে আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশটি প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি নথিভূক্ত করেছে।
এসডি/