Logo

পাবনায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪

profile picture
জনবাণী ডেস্ক
২১ মার্চ, ২০২৫, ০৪:৪৪
56Shares
পাবনায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪
ছবি: সংগৃহীত

তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে

বিজ্ঞাপন

পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টা ৩০মিনিটের দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের বহরপুরে মুল্লিকা এগ্রো ফুডের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এই সময় বাস-সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD