বিএনপির হাতে দেশে যত সংস্কার হয়েছে তা কারও হাত দিয়ে হয়নি: টুকু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৪ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৫


বিএনপির হাতে দেশে যত সংস্কার হয়েছে তা কারও হাত দিয়ে হয়নি: টুকু
ছবি: সংগৃহীত

বিএনপির হাতে দেশে যত সংস্কার হয়েছে তা কারও হাত দিয়ে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু। তিনি বলেন, দেশে আন্দোলন হয়েছে গণতন্ত্রহীনতার জন্য। আর গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে ভোটাধিকার। আজকে সংবিধানকে যারা মুছে ফেলতে চায় তারা সফল হবে না।


বৃহস্পতিবার (২০ মার্চ) টাঙ্গাইল সদর উপজেলার (নির্বাচনী আসন-৫) কাকুয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, স্বৈরাচারের দোসররা এখনও  ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। পরাজিত শক্তি দেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।


আরও পড়ুন: বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল ষড়যন্তে লিপ্ত: নীরব


টুকু বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাদের দ্রুত বিদায় নেওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতো ভয়াবহ স্মরণকালে কেউ দেখেনি।


তিনি বলেন, ধানের শীষ ঐক্যের প্রতীক। আগামীতে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আর এরজন্য জনগণের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে।


বিএনপির এই নেতা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ভয় পেত। তারা এদেশের জনগণকে ভয় পেত। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা ছিল জনবিচ্ছিন্ন।


স্বৈরাচার হাসিনা সরকার গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। গত ১৬ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। স্বৈরাচারের পতনের পর মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সরকারকে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।


আরও পড়ুন: সকল সমস্যার সমাধান হবে নির্বাচনের মাধ্যমে: নীরব


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপি একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে চায়। তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে এদেশের সকল মানুষের সহযোগিতা কামনা করেন যুবদলের সাবেক এই সভাপতি।


নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। তাই গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য, সাহসিকতা ও শান্তিপূর্ণ অবস্থানে থেকে কাজ করতে হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু , টাঙ্গাইল সদর উপজেলা সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, টাঙ্গাইল কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।


এমএল/