প্রায় ২০ কোটি টাকার দুধ ডিম ও মাংস বিক্রি
মো. রুবেল হোসেন
প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৫

পহেলা রমজান থেকে রাজধানীরসহ সারাদেশে সূলভ মূল্যে ডিম-দুধ ও মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বুধবার (১৯ মার্চ) পর্যন্ত এ কার্যক্রমের আওতায় প্রায় ২০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। অথ্যাৎ প্রতিদিন কোটি টাকার পণ্য বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: ড. ইউনূস-মোদি বৈঠকের জন্য দিল্লির কাছে ঢাকার চিঠি
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রাণিসম্পদ অধিদপ্তরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দেশের মানুষের মাঝে সূলভ মূল্যে প্রোটিন জাতীয় খাদ্যপণ্যের সরবরাহ বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই কার্যক্রম হাতে নিয়েছে। এসব পণ্য ক্রয়ে সারাদেশে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১৯ মার্চ পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১৯ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭৬৮ টাকার দুধ, ডিম ও মাংস বিক্রি হয়েছে। এরমধ্যে শুধুমাত্র রাজধানীতে বিক্রি হয়েছে ৩ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৮৫০ টাকার পণ্য। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত রাজধানীতে ১ লাখ ৭১ হাজার ৫১০ জন ক্রেতা পণ্য ক্রয় করেছে এরমধ্যে পুরুষ ৮২ হাজার ১২৮ জন এবং মহিলা ৮৮ হাজার ৫৮২ জন।
সুলভ মূল্যে বিক্রয় কার্যক্রমের মাধ্যমে প্রতি কেজি ড্রেসড ব্রয়লার মাংস ২৫০ টাকা, প্রতি লিটার পাস্তুরিত দুধ ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা মূল্যে বিক্রয় করা হচ্ছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে চলমান এ কার্যক্রমে রাজধানী ঢাকায় ৩ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৮৫০ টাকা, ঢাকা বিভাগ ২ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৮৬৩ টাকা, চট্টগ্রাম বিভাগ ১ কোটি ১২ লাখ ৬২ হাজার ৪৭১ টাকা, রাজশাহী বিভাগ ১ কোটি ২৯ লাখ ৭ হাজার ৬০৯ টাকা, খুলনা বিভাগ ৬ কোটি ২ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, রংপুর বিভাগ ২ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ৯২ টাকা, ময়মনসিংহ বিভাগ ৬৮ লাখ ১০ হাজার ৭৩৫ টাকা, সিলেট বিভাগ ২৪ লাখ ৩০ হাজার ৩৪১ টাকা এবং বরিশাল বিভাগে ১ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৪০৭ টাকার পণ্য বিক্রি হয়েছে।
সুলভ মূল্যে বিক্রয় কার্যক্রমের সাথে সরাসরি জড়িত রয়েছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। এ কার্যক্রম সম্পকে প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন দৈনিক জনবাণীকে বলেন, প্রতিবছরের ন্যায় এবারও এই কার্যক্রম ক্রেতাদের মাঝে ব্যপক সাড়া ফেলছে। যার ফলে প্রাণিজ পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে এবং সাশ্রয়ী মুল্যের কারণে বাজারে দুধ, ডিম ও মাংসের মূল্য সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে।
আরও পড়ুন: ঈদুল ফিতরকে ঘিরে রেমিট্যান্সে জোয়ার, নতুন রেকর্ডের আভাস
রমজান উপলক্ষে গত ২৮ ফেব্রুয়ারি এ কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ কার্যক্রমে সহযোগিতা ও বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্টাল কাউন্সিল, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মার্স এসোসিয়েশন ও দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সেনাপ্রধানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ

শেখ হাসিনা পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন: প্রধান উপদেষ্টা

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, এ প্রচেষ্টা চালু থাকবে: ড. ইউনূস

বাংলাদেশের ইতিহাসে জুলাই গণ-অভ্যুত্থান যুগান্তকারী ঘটনা: সেনাপ্রধান
