রাজধানীর আদাবরে শিশু ধর্ষণচেষ্টায় রিকশাচালক গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৫


রাজধানীর আদাবরে শিশু ধর্ষণচেষ্টায় রিকশাচালক গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরের আলিফ হাউজিং এলাকায়  শাকিলের বস্তিতে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে মাইনুদ্দিন (২৯) নামে এক রিকশাচালকের বিরুদ্ধে। বস্তির একটি ফাঁকা ঘর থেকে  শিশুটির কান্না শুনে এগিয়ে আসে স্থানীয়রা। ততক্ষণে অভিযুক্ত  মাইনুদ্দিন পালিয়ে যায়। 


রবিবার (২৩ মার্চ) স্থানীয়রা জানায়, শিশুটি তাদের বলে ঘরে এনে তাকে মজা দিবে বলে প্যান্ট খুলে ফেলে। শিশুটি  চিৎকার দিলে তার মুখ চেপে ধরে এবং গলায় আঘাত করে অভিযুক্ত মাইনুদ্দিন পালিয়ে যায়।


এ ঘটনায় পরদিন  অভিযুক্ত মাইনুদ্দিন শিশুটির বাসায় গেলে তাকে দেখে চিনে ফেলে শিশুটি এবং বাবা-মাকে সব বলে দেয়। এসময় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী ।


আদাবর থানার অফিসার ইনচার্জ এস এম জাকারিয়া জনবাণীকে বলেন - এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা  মোঃ আব্দুল্লাহ বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।


আরএক্স/