জাতীয় সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি জয়নুল আবেদীন
বিজ্ঞাপন
জাতীয় সংবাদপত্র পরিষদের নেতাদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাজধানীর কাওরান বাজার ইডিবি ট্রেড সেন্টারে দৈনিক সকালের সময়ের কার্যালয়ের মিলনায়তনে দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন, জাতীয় সংবাদপত্র পরিষদের সভাপতি ও দেশ জনতা পার্টির সভাপতি নূর হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি জয়নুল আবেদীন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রধান অতিথি জয়নুল আবেদিন বলেন, আপনারা যারা সংবাদপত্রে জড়িয়ে আছেন আমরা তাদেরকে বলি সাংবাদিক। আপনারা অনেক সময় সঠিক তথ্য নিজের কারণে কেউ কেউ সত্যি কথা প্রকাশে ভয় পান। ভালো মন্দ অনেক সংবাদ থাকবে তা নিজেরা বিচার করবেন সমাজ ও মানুষ কিভাবে উপকৃত হবে। সমাজে ভালো মন্দ থাকবে, তবে ভালো দিকটাকে গুরুত্বপূর্ণ ভেবে বিবেচনা করবেন। সংবাদমাধ্যম যদি শুধু নিজের কথা চিন্তা করে তাহলে আমরা দেশের স্বাধীনতা পেতাম না। সভাপতির বক্তব্যে নূর হাকিম বলেন, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হলো সংবাদপত্র।
এই পেশায় যারা কাজ করে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে জাতীয় সংবাদপত্র পরিষদ। তিনি বলেন, আমরা চাই এই পেশার উন্নয়ন। যাতে সাংবাদিকরা জাতি গঠনে সুন্দরভাবে কাজ করতে পারে। জাতীয় সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নান্টুর সঞ্চালনে আরো উপস্থিত ছিলেন, দেশ জনতা পার্টির উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির, সহ-সভাপতি, মো. ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন, দৈনিক অগ্রসর পত্রিকার সম্পাদক মোস্তফা চৌধুরী, দৈনিক মাতৃছায়া পত্রিকার সম্পাদক আব্দুল মোতালেব, সম্পাদক আলী আজম, সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী সাহেদ, সাংবাদিক কমল চৌধুরী, মাওলানা আশরাফ আলম, মো. আলমগীর হোসেন, আব্দুল হান্নান, মো. আতাউর রহমান, এস এইচ, মোতালেব খান, মোসা. দেলোয়ারা বেগম বিউটি ও অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব এতে অংশ নিয়েছেন। এছাড়া সার্বিক সহযোগীতা ছিল দৈনিক সকালের সময়।
বিজ্ঞাপন
এমএল/