Logo

আজ ঢাকা ছাড়বে ৬৯টি ট্রেন, নেই ভোগান্তি

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মার্চ, ২০২৫, ২৩:৫৮
49Shares
আজ ঢাকা ছাড়বে ৬৯টি ট্রেন, নেই ভোগান্তি
ছবি: সংগৃহীত

আজ ঢাকা ছাড়বে ৬৯টি ট্রেন, নেই ভোগান্তি

বিজ্ঞাপন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেন যাত্রার তৃতীয় দিন চলছে । গত দুই দিনের তুলনায় ট্রেনে যাত্রীর চাপ কিছুটা বেশি আজ। তবে যাত্রী চাপ বেশি হলেও কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না স্টেশনে। এছাড়া ঢাকা থেকে ট্রেন যাত্রার বহরে আজ যুক্ত হয়েছে নতুন একটি কমিউটার ট্রেন। সবমিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা ছাড়বে মোট ৬৯টি ট্রেন।

বুধবার (২৬ মার্চ) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঈদযাত্রার তৃতীয় দিনে আজ ঢাকা থেকে মোট ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে আন্তঃনগর ৪৩টি এবং মেইল ও কমিউটার মিলিয়ে ২৬টি ট্রেন ছেড়ে যাবে।

বিজ্ঞাপন

শাহাদাত হোসেন বলেন, ট্রেন ছাড়ার ২ ঘণ্টা আগে স্ট্যাডিং টিকিট দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে বিশেষ ট্রেন চলবে। যাত্রী সেবায় প্রতিবারের মতো এবারও আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। স্টেশনের শুরু থেকে ট্রেনের পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট চেকিং করা হচ্ছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD