Logo

প্রায় ৪০ ছুঁইছুঁই তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গার জনপদ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মার্চ, ২০২৫, ০৫:২০
49Shares
প্রায় ৪০ ছুঁইছুঁই তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গার জনপদ
ছবি: সংগৃহীত

এটি এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার উপর দিয়ে টানা কয়েক দিন থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে জনজীবন নাযেহাল হয়ে পড়েছে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত হারে। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে দিনমজুর খেটে খাওয়া মানুষের।

শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। এটি এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

আরও পড়ুন: সারা দেশে তাপমাত্রা বাড়ার আভা

বিজ্ঞাপন

তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও যেন এক মুহূর্ত স্বস্তি মিলছে না। তীব্র রোদের কারণে মাটি থেকেও তাপ উঠছে। সকাল থেকেই রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তাপের সঙ্গে বাতাসে বয়ে যাচ্ছে আগুনের হল্কা। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে তেমন কেউ বের হচ্ছেন না। আর যারাও বের হয়েছেন তারাও অল্পতেই অতিষ্ঠ হয়ে পড়ছেন। সবথেকে বেশি কষ্টে পড়েছেন নিম্ন আয়ের রোজাদাররা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, আজ জেলায় সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমেরও সর্বোচ্চ। এ জেলায় আগামী কিছুদিনে তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD