শহীদ মাসরুরের পরিবারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগরে জুলাইয়ের গনঅভ্যুত্থানে নিহত হওয়া শহীদ আলী আজগর মাসরুর পরিবারকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) উপজেলার চর ফলকন ইউনিয়নে শহীদ মাসরুর এর শ্বশুর বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তানের হাতে এই ঈদ উপহার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশন ও কমলনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
আরও পড়ুন: চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
এ সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নুরুল হুদা চৌধুরী, সেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম, সদস্য সচিব গিয়াস উদ্দিন মাহমুদ, ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু ও আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী বলেন শহীদ মাসরুরের পরিবারের পাশে বিগত দিনেও আমরা ছিলাম আগামীতে ও আমরা থাকবো।
এমএল/