লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে টেকনাফ পরিবহনের একটি বাসের মূখোমূখী সংঘর্ষে ৫ জন নিহত ও অন্তত ৯জন আহত হয়েছেন।
৩১মার্চ (সোমবার) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্য্যলয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাফনদীতে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি, ২৫ জনকে উদ্ধার
দূর্ঘটনার কারনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘন্টা খানেক যান চলাচল বন্ধ ছিল।পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির টীম এসে যান চলাচল স্বাভাবিক করে। দূর্ঘটনার প্রায় ২ঘন্টা পর দোহাজারী হাইওয়ে থানার টীম ঘটনাস্হলে পৌঁছে।
দূর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধারমানিক এলাকার মো. আলমের ছেলে রিফাত হোসেন (১৯), একই এলাকার সোনা মিয়ার ছেলে আরফাত হোসেন (২১), একই ইউনিয়নের চকোরিয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিসান হোসেন (২২) ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মো. সাত্তারের ছেলে মো. সিদ্দিক (২০)।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আজ ভোরে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের সাথে চট্টগ্রাম অভিমূখী টেকনাফ পরিবহনের একটি বাসের মূখোমূখী সংঘর্ষ হয়, এতে ঘটনাস্হল থেকে ৫জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতদের মধ্যে অন্তত ৯জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এদের মধ্যে সাজ্জাদ হোসেন, আসিফ তালুকদার, সোহান তারিফ ও সাইফুল ইসলাম এর অবস্হা আশংকাজনক বলে ও জানিয়েছেন তিনি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঘটনাস্হলে আমাদের টীম পাঠানো হয়েছে, লাশ ও দূর্ঘটনাকবলিত বাসদুটি থানা হেফাজতে আনা হয়েছে। লাশগুলো আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
জেবি/এজে