১০ বছর পর নিজ এলাকায় ঈদ উদযাপন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৫

দীর্ঘ ১০ বছর পর কক্সবাজারে পেকুয়ার নিজ এলাকায় ঈদ উদযাপন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার সকাল ৯ টায় পেকুয়া উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদে তিনি ঈদের জামাতে নামাজ আদায় করেন।
আরও পড়ুন: মোঘল আমলের আদলে ঈদ আনন্দ মিছিল
নামাজ আদায় শেষে বিএনপির এ শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ মুসল্লী, এলাকাবাসী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি স্থানীয় কবরস্তানে পিতা-মাতার কবর জিয়ারত করেন।
এরপর সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ পেকুয়া সদরের নিজ বাসভবনে যান। পরে সেখানে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে দীর্ঘ ১০ বছর পর এলাকাবাসী ও দলীয় নেতাকর্মিরা তাদের প্রিয় নেতাকে ঈদ উদযাপনে কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। এতে এবারের ঈদে আনন্দ ভিন্নমাত্রা পেয়েছে বলে অভিমত তাদের। অন্যদিকে বিএনপির এ নেতাও দীর্ঘদিন পর নিজ এলাকায় ঈদ উদযাপন করতে পেরে অন্য রকম অনুভূতি কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
জেবি/এজে/টিএস