রাজধানীতে ৫তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ১৭


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫


রাজধানীতে ৫তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ১৭
ছবি: সংগৃহীত

রাজধানীর বংশালের মাকরোশা মাজার এলাকায় পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত ১ ও ১৭ জন আহত হয়েছেন।


সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে।


বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


প্রায় ৪০ মিনিট চেষ্টার পর ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আরও ২২ মিনিট চেষ্টা চালিয়ে ভোর ৫টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, আমিন উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। ওই ভবনের দ্বিতীয় তলায় একটি ফার্নিচার দোকানের ম্যানেজার ছিলেন।


এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত আমিন উদ্দিনের ঢামেক হাসপাতাল মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন।


আরএক্স/