সারাদেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

গাজায় মুসলমানদের ওপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। (তুমি কে আমি কে ফিলিস্তিন, ফিলিস্তিন) এই স্লোগানে সর্বস্তরের মানুষের র্যালি করতে দেখা যায়।
সোমবার (৭ এপ্রিল) আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ:
ফরিদপুর : গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফরিদপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বিক্ষোভে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেয়। ফরিদপুর বাসিরা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি জনগণ শিক্ষক শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত। আমরা এ গণহত্যা বন্ধ দেখতে চাই। এছাড়াও সকাল সাড়ে ১০থেকে ফরিদপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাব থেকে শুরু করে, শহর প্রদক্ষিণ করে, জনতার ব্যাংকের মোড়ে, প্রায় এক ঘন্টা কর্মসূচি পালন করা হয়। তারপর পুনরায় বিভিন্ন স্লোগানের মাধ্যমে ফরিদপুর প্রেস ক্লাবে এসে গাজাবাসীদের জন্য দোয়া শেষে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: ফিলিস্তিনের গাজায় চলমান ধ্বংসযজ্ঞের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান। মজলুম গাজাবাসীর আহবানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে সমাবেশে তিনি এই দাবি জানান। এসময় তিনি বলেন, দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। হত্যাযজ্ঞের বিরুদ্ধে এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। ইসরায়েলের গণহত্যাকে মানবতাবিরোধী কাজ উল্লেখ করে তিনি বলেন, নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। সমস্ত মানবের জন্যে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো জরুরি। এসময় তিনি জিহাদের ডাক দিয়ে প্রয়োজনে ফিলিস্তিন গিয়ে যুদ্ধে অংশ নেওয়া আহবান জানান। এসময় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজ্জম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরআগে, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
কিশোরগঞ্জ: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ব্যানারে শহরজুড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উত্তাল হয়ে ওঠে পুরো শহর জুড়ে। বিক্ষোভ মিছিল থেকে ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দে’, ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো করতে হবে’, বিশ্বের মুসলিম এক হও লড়াই করো’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো ফিলিস্তিন স্বাধীন করো’, ‘বিশ্ব মুসলিম অস্ত্র ধরো ইসরায়েল খতম করো’, ‘বয়কট বয়কট ইসরায়েলী পণ্য’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে কিশোরগঞ্জ জেলা শহর। বাদ জোহর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলটি বের করা হয়। সর্বস্তরের ছাত্র জনতা, তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে হাজার হাজার মুসলমান অংশ নেন। বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এছাড়া দুপুরে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এসব কর্মসূচি থেকে গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়।
ঝালকাঠি: গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। জামায়াতে ইসলামীসহ সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইসরালী গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-জনতাসহ বিভিন্ন ইসলামী দলের নেতা কর্মীরা। এসময় ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করা হয়। কেবল ধর্ম নয় বিশ্ব মানবতা রক্ষায় আহ্বান জানানো হয় এ কর্মসূচি থেকে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পযন্ত এ কর্মসূচি চলবে বলে আয়োজকরা জানান। বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা ইসলামী দলগুলোর সমন্বয়ে এক বিশাল মিছিল ইসলামী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক প্রমুখ। ঝালকাঠি শহর ঘুরে দেখা গেছে তৌহিদী জনতার মাঝে ক্ষোভ প্রকাশ এবং সড়কে লিখনীর মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে ঘৃনা প্রকাশ করছে। সবার মাঝে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): সন্ত্রাসী ইসরাঈলের নির্মম হত্যযজ্ঞ ও বিচারের দাবিতে পাকুন্দিয়া প্রতিবাদ মিছিল করেছে শাস্তিপ্রিয় জনতা বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পর পাকুন্দিয়া মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঈসা খাঁ রোড মটখলা রোড সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আশপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল সহকারে এসে শান্তি প্রিয় জনতার এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলকারীরা ইসরায়েল ও তার সহযোগী আমেরিকার বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বরতা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধের শামিল। তারা জাতিসংঘের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিস্ত্রিয়তা বিশ্ববাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়। বক্তারা অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।
সাটুরিয়া (মানিকগঞ্জ): গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জেলার সাটুরিয়ায় বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তৌহিদা জনতার উদ্যোগে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে সাটুরিয়া বাসষ্টান্ডে বিক্ষোভ সমাশে অনুষ্ঠিত হয়। হরগজ মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়াহহাবের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের সাটুরিয়া উপজেলার সভাপতি মাওলানা আব্দুস ছামাদ, খেলাফত মজলিশ সাটুরিয়া উপজেলার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের সাটুরিয়া উপজেলা আমীর আবু সাঈদ বিএসসি, নান্দেশ্বরী ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ইদ্রিস আলী, সাটুরিয়া শাহী জামে মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলাম ফিরুজী।বক্তারা বলেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এই বর্বরতা বন্ধ করতে মুসলিম দেশের প্রধানগণ আঙ্গুল চোষছেন। কি কারণে তারা প্রতিবাদ করছে না। কেন নিশ্চুপ আমাদের বুঝে আাসছে না। বাংলাদেশ সরকারকে গাজাবাসীর পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম দেশগুলোর প্রতি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানানোর দাবি জানান। এসময় বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং সেসব দেশকে বয়কট করার দাবি জানান, যারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। বিক্ষোভ সমাবেশ শেষে র্যালিটি সাটুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সাটুরিয়া বাসষ্টান্ডে আসেন। পরে গাজাবাসীদের জন্য দোয়ার মাধ্যমে বিক্ষোভ সমাবেশ ও র্যালি সমাপ্ত ঘোষণা করেন।
গোয়ালন্দ (রাজবাড়ী): ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সর্বস্তরের জনগণের ব্যানারে। সকালে উপজেলার গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ঢাকা খুলনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ-সময় উপজেলার বিভিন্ন স্তরের লোকজন অংশ গ্রহণ করে। এ সময় বক্তারা ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। তারা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এসময় ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বান করেন তারা। তারা বলেন, আমেরিকার মত যেসব দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ তাদেরও বয়কট করতে হবে। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তারা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা আরও বলেন, গাজায় যা হচ্ছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এর প্রতিবাদে আজ কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া হবে না। তাছাড়া ইসরাইলির পন্য বয়কটের পাশাপাশি সৌদিআরবের বিপক্ষে বক্তব্য রাখেন বক্তারা।
দুমকি (পটুয়াখালী): ফিলিস্তিনের গাজায় মুসলিমদের ওপর ইসরাইলি নৃশংস বর্বরোচিত গনহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে দুমকিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার জনতা কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পীরতলা বাজার প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় এসে মানবন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন (ডুসা) এর সভাপতি সাফায়েত সাগর এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবির এর সভাপতি মো. মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমতিয়াজ তার বক্তব্যে বলেন, যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল চরম পশুত্ত্বের পরিচয় দিয়েছে। বোমা মেরে তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যা কোনো মানুষের পক্ষে মেনে নেয়া অসম্ভব। আমরা আল্লাহর কাছে ইসরায়েল এর ধ্বংস কামনা করছি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়ে উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ বলেন, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নীতি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করছে। এ হামলায় নারী, শিশু, বৃদ্ধসহ অসংখ্য লোকদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ। কিন্তু তাদের এই হামলাকে সমর্থন দিয়ে আসছে আমেরিকা, যা খুবই ঘৃণ্য।
কয়রা (খুলনা): ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরায়েলের নৃশংস গণহত্যা ও বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের অফিসের মোড় হতে মিছিলটি শুরু হয়। কয়রা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কপোতাক্ষ মহা বিদ্যালয়ের মাঠে হাজার ও নেতা-কর্মীদের উপস্থিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মোশাররফ হোসেন রাতুল,কয়রা সদর ইউনিয়ন আমীর মো. মিজানুর রহমান, উত্তর বেদকাশি আমীর মাষ্টার নূরকামাল, দক্ষিণ বেদকাশি আমীর মাওলানা মতিউর রহমান, বাগালি ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হামিদ, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যাহ শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান তার বক্তব্যে বলেন আমেরিকার প্রত্যক্ষ মদদে ইহুদী বাদী ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃশংস গণহত্যা ও বোমা হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে মুসলিম বিশ্বের মোড়ল দের সমালোচনা করে বলেন তারা কি দেখেনা নিরীহ মোসলমান দের বোমার সাথে আকাশে উড়েছে। জাতিসংঘ কি চোখে কালো চশমা পারেছে ইসরায়েলী হায়েনরা কিভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে তাঁরা কি সেটা দেখেনা। অবিলম্বে গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি কার্যকর করতে হবে।
শ্রীনগর (মুন্সীগঞ্জ): শ্রীনগরে ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। ফিলিস্তিনে হওয়া নির্মম গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীনগর স্টেডিয়াম মাঠ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত করে। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তীব্র নিন্দা জানান। সেই সাথে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। এতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি শ্রীনগর ছনবাড়িতে এসে শেষ হয়।
পূবাইল (গাজীপুর): গাজীপুর মহানগরের পূবাইল মিরের বাজার চৌরাস্তায় ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পূবাইলের সর্বস্তরের তৌহিদি জনতা। নগরীর পূবাইল মিরের বাজার চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিলে তৌহিদি মুসলিম জনতা একত্রিত হয়ে ঢাকা বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের মাজুখান, তালটিয়া, কলেজগেটের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এসে সমবিত হয়। তৌহিদি জনতার বিক্ষোভ থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়।পরিশেষে সারা ফিলিস্তিন মুসলমানদের মুক্তিও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
কালিয়াকৈর (গাজীপুর): ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে ছাত্র জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় পাঁচশতাধিক, শিক্ষার্থী, যুবক ও স্থানীয় জনগণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নেমে আসেন। বিক্ষোভ মিছিলটি চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও, ইসরায়েলি হামলা বন্ধ কর ‘জিহাদ করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন। বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে সাধারণ মানুষ, শিশু ও নারীদের ওপর নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। বক্তারা বাংলাদেশ সরকারসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, যেন তারা দ্রুত এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত করেন। ছাত্র জনতার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুভূতি থেকে মানবতার পক্ষে দাঁড়িয়ে এই প্রতিবাদ মিছিল অনেকের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
কাঁঠালিয়া (ঝালকাঠি): ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঝালকাঠির কাঁঠালিয়ায় ‘দ্য ওয়াল্ড ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারি প্ল্যাকার্ড, ব্যানার হাতে ’ফ্রি প্যালেস্টাইন’ স্টপ কিলিং ইন গাজাসহ বিভিন্ন শ্লোগান দেন। মিছিলটি বাসস্টান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
বীরগঞ্জ (দিনাজপুর): ফিলিস্তিনের আহ্বানে ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে দিনাজপুরের বীরগঞ্জে মহাসড়ক অবরোধ করে ২ ঘন্টাব্যপী বিক্ষোভ করেছে তৌহীদি জনতাসহ বিভিন্ন সংগঠন। বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জাহিদুল ইসলাম দিনাজপুরীর নেতৃত্বে মজজিদ গেট থেকে এই বিক্ষোভ মিছিল আরম্ভ হয়ে মহাসড়ক অবরোধ করে বেলা ১ টা পর্যন্ত চলমান ছিল। সে সময় শত শত যানবাহন রাস্তায় আটক ছিল। চরম ভোগান্তিতে ছিল দুরপাল্লার যাত্রীরা। অবরোধ ও বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু বলেন, ফিলিস্তিনে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের জঘন্যতম, নিকৃষ্ট ও চরম মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতে জাতিসংঘ, ওআইসি এবং আরব আমিরাতের নিরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক। তোহিদী জনতার ব্যনারে বীরগঞ্জ উপজেলার পৌর সদর, কবিরাজহাট, গোলাপগঞ্জ, শিবরামপুর, পাল্টাপুর, ঝাড়বাড়ি, পলাশবাড়ী, ২৫ মাইল, ২৮ মাইল, বটতলীসহ পুরো এলাকার ওলামা মাশায়েখসহ অসংখ্য আম জনতা শতস্ফুর্ত অংশ নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা গাজায় মুসলিম গণহত্যার তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানান। অপর দিকে বেলা সাড়ে ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
শার্শা (যশোর): ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সোমবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সংবাদ সন্মেলনে শিক্ষার্থীরা জানান, সোমবার তারা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। তাদের দাবি, ইসরায়েলের এই গণহত্যা বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে জোরালো অবস্থান নিতে হবে। শিক্ষার্থীদের এই দাবির প্রতি সমর্থন দিয়ে বেনাপোলে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ এক বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এ কর্মসূচিকে সফল করতে গতকাল বেনাপোল শহরের কেন্দ্রে অবস্থিত বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন ‘নুর শপিং কমপ্লেক্স’ এর সম্মুখে সবাইকে একত্র হওয়ার আহবান জানানো হয়। বিক্ষোভ সমাবেশে যুক্ত হতে বেনাপোলসহ এর আশপাশের স্কুল, কলেজের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন সহ শত শত মানুষ সকাল থেকে আসতে শুরু করে সমাবেশ ¯’লে। সমাবেশ স্থলে বক্তারা বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব কখনো বিলীন হবে না উল্লেখ করে গাজায় যা হচ্ছে, এটা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। গাজাকে নিজেদের দখলে নিতে ইসরায়েল এই নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু এটা স্পষ্ট, ফিলিস্তিন রাষ্ট্রকে সব সময় ফিলিস্তিন, গাজাকে গাজা হিসেবেই মানুষ চিনবে। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেনাপোল বন্দর প্রদক্ষিন শেষে পুণরায় বেনাপোলে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল ও শার্শার অন্যতম নেতা শ্রদ্ধেয় শিক্ষক স্যার আব্দুল মান্নান (অবসর প্রাপ্ত)। মিছিলটিতে বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনিদের পতাকা নিয়ে ইসরায়েল বিরোধী বিভিন্ন শ্লোগান তুলে ভর্ৎসনা জানানো হয়।
শরণখোলা (বাগেরহাট): ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ‘ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বাগেরহাটের শরণখোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সর্বস্তরের তাওহীদি জনতা। রায়েন্দা বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিচ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন এবং জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকার সমালোচনা করেন। ফিলিস্তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
বোরহানউদ্দিন (ভোলা): ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বোরহানউদ্দিন উপজেলার সর্বোস্তরের জনগনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান হতে খন্ড খন্ড মিছিল নিয়ে মডেল মসজিদের সামনে এসে জড়ো হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ শেষে পৌর বাজারের চৌরাস্তা ও দক্ষিণ বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিবাদ সভা পালন করেন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ): গাজায় মুসলিমদের উপর ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সর্বস্তরের তৌহিদী জনতা। তারা উপজেলা সদর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। এ সময় সকল প্রকার ইসরাইলী পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান রাখা হয়। প্রসঙ্গত, ইহুদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক গত কয়েকদিনের আগ্রসন, গণহারে মুসলিম হত্যা, ধ্বংস যজ্ঞের প্রতিবাদে পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশে ও এর বিরোপ প্রভাব পড়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সর্বস্তরের জনতা এ বিক্ষোভ মিছল ও সমাবেশ করেছেন।
ধামরাই (ঢাকা: ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে ইসরাইল বিরোধী ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনগণ অংশ নেয়। উপজেলার থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এসে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা। পরে মিছিল নিয়ে ঢুলিভিটা হয়ে ধামরাই বাজারসহ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ’ইসরাইল নিপাত যাক’, ’আমার ভাই মরলো কেনো, জবাব চাই, জবাব চাই’, ’ইসরাইলি পণ্য, বয়কট, বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নিরীহ গাজাবাসীদের উপর বর্বরোচিত হামলায় হাজার হাজার সাধারণ জনগণ, শিশু ও নারী পুরুষ মারা যাচ্ছে। আজ বিশ্ব মানবতা কোথায়। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে আমরা তার নিন্দা জানাই। এর প্রতিবাদ জানাই। গাজাবাসীদের দিকে তাকালে মনে হয় আজ বিশ্ব মানবতা, নীতিনৈতিকতা ও বিবেক সব অন্ধকারে মিশে গেছে। মানববন্ধনে অংশ নেওয়া জুবায়েদ আলম পিয়াস নামে এক শিক্ষার্থী বলেন, ইসরায়েল যুদ্ধ বন্ধ ঘোষণা করে কেন আবার ফিলিস্তিনের উপর হামলা করলো? তারা আইন লঙ্ঘন করেছে। আজ বিশ্ববাসীর কাছে অনুরোধ আপনারা গাজাবাসীদের পাশে দাঁড়ান। কেন আজ মুসলিম বিশ্ব চুপ করে আছেন। নিরীহ নিরস্ত্র মানুষের উপর হামলা করে হত্যা করা হচ্ছে তাদের। আজ তারা অসহায়। বিবেক কোথায়। আদনান আহমেদ হাসান নামে আরেক শিক্ষার্থী বলেন, আজ বিশ্ব মানবতা চুপ কেন। আমেরিকার অস্ত্র দিয়ে ইসরায়েল ফিলিস্তিন গাজাবাসীদের উপর নির্মম গণহত্যা চালাচ্ছে। নারী পুরুষ ছোট শিশুসহ কেউ বাদ পড়ছে না। সকলকেই ধরে ধরে হত্যা করছে। বিশ্ব বিবেকের কাছে আজ প্রশ্ন কেন এই বর্বরতা, নিঃসংশতা। এই হামলা বন্ধ করতে হবে।
দ্য ন্যাশনাল অ্যাণ্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন এর ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয়, ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ, কালামপুর ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘসহ সংশ্লিষ্টরা যাতে ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান।
দুমকি (পটুয়াখালী): অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান নির্মম আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি প্রতীকী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত পবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মুখে উক্ত প্রতীকি সমাবেশ অনুষ্ঠিত হয়। সংহতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-ভিসি অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, প্রফেসর জামাল হোসেন, অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, অধ্যাপক ড.শেখ আব্দুল্লাহ আল মামুন। কর্মকর্তাদের পক্ষ থেকে মাহফুজুর রহমান সবুজ। ছাত্রদের পক্ষ থেকে জয়ভাঙ্গি, খোকন, রাতুল ও তানভীর হোসেন প্রমুখ। ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ ফিলিস্তিনের গাজা উপত্যকায় সর্বস্তরের জনগণের উপর ইসরাইলিদের অমানবিক নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পাশাপাশি ইসরায়েলি ভিসা ও পন্য পরিহারের আহ্বান জানান।
কুষ্টিয়া: ইজরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। সোমবার (৭ এপ্রিল) শহরের মজমপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েটি সড়ক ঘুরে চৌড়হাস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় বক্তারা বলেন, গাজায় ইসরায়েলের নৃশংসতা অব্যাত থাকলেও জাতি সংঘ আজ নিরব দর্শকের ভূমিকায় রয়েছে। তারা সকল মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাড়ানোর আহবান জানান। এছাড়াও আগামীকাল থেকে সকল ইজরাইলি পণ্য বয়কটেরও ঘোষণা দেন।
উজিরপুর (বরিশাল): বরিশালের উজিরপুর উপজেলায় বিশ্বব্যাপী মজলুম ফিলিস্তিনিদের উপর হামলায় আহত ও মৃত্যুর প্রতিবাদে মহরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে তৌহিদী জনতা। সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে উজিরপুর উপজেলা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার মানুষের সমাগম হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বাসষ্ট্যান্ডে আধা ঘন্টা সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা বরিশাল মহাসড়কে দুই পাশে ৪/৫ কিলোমিটার হাজার হাজার গাড়ী আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর জামায়াত ইসলামীর আমীর মো. আল-আমিন সরদার, সেক্রেটারি হাফেজ মাওলানা মো. বাকী বিল্লাহ, উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি ডিএম আল-আমিন, পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল আজিজ, সেক্রেটারি মো. মিরাজুল ইসলাম মিন্টু, আল ইসরা ইসলামিয়া মাদরাসার শিক্ষক মওলানা সিরাজুল ইসলাম, আন নুর নুরানী ও হাফেজী মাদরাসার পরিচালক মাওলানা মো. মনির হোসেনসহ উজিরপুরের সর্বস্তরের জনগণ, ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এবং মহান আল্লাহর কাছে ইজরাইলির ইহুদী নিশ্চিহ্ন করতে ও ফিলিস্তিনি মুসলিমদের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করে।
ধামইরহাট (নওগাঁ): ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে নওগাঁর ধামইরহাট উপজেলায় ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সর্বস্তরের মুক্তিকামী তৌহিদী জনতার আয়োজনে নিমতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ মিছিলে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বিক্ষোভ মিছিলে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন মুক্তিকামী তৌহিদী জনতা। মিছিল শেষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. কাওছার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ শাহপুরী, আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, প্রতিষ্ঠাতা আবদুস ছালাম প্রমুখ বক্তব্য রাখেন।
মির্জাগঞ্জ (পটুয়াখালী): গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি বর্বর হামলায় গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মির্জাগঞ্জের সর্বস্তরের জনগন” এর ব্যানারের আয়োজনে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরিশাল-বরগুনা মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ওয়াদুদ গোলদার, মির্জাগঞ্জের সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ওবায়দুল হক, মো. নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. রাব্বি, উপজেলা যুবদলের সদস্য মো. সাইফুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজায় ভয়াবহ গণহত্যার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, গাজায় বর্তমান পরিস্থিতি তা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে, ইসরাইল মানবাধিকারের সীমা লঙ্ঘন করে এই নিরীহ মুসলিম গাজাবাসীকে হত্যার খেলায় মেতে উঠেছে। তাই বিশ্বের সকল মুসলমান রাষ্ট্র একজোট হয়ে অনতিবিলম্বে গাজায় এই গণহত্যা বন্ধ করতে হবে।
এমএল/