ট্রলির ধাক্কায় শিক্ষার্থী নিহত, ট্রলি বন্ধের দাবিতে বিক্ষোভ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫


ট্রলির ধাক্কায় শিক্ষার্থী নিহত, ট্রলি বন্ধের দাবিতে বিক্ষোভ
ট্রলি বন্ধের দাবিতে বিক্ষোভ

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. নিজাম (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।নিহত নিজাম কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রী শেষ করেছে। অবৈধ ট্রলি বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।


আরও পড়ুন: বাউফলে শিক্ষককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা দশটার দিকে উপজেলার কাছিপাড়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতশত জনতা উপস্থিত হয়।এতে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষার্থী সহ নানান পেশার মানুষ অংশ নেয়। 


উল্লেখ,এর আগেও কাছিপাড়া ইউনিয়নে ট্রলির চাপায়া আরো চারজন মারা গেছে। গতকাল শিক্ষার্থী নিজাম রাড়ির মৃত্যু নিয়ে মোট পাঁচজন ট্রলির চাপায়া নিহত হয়। ঘটনার পর থেকেই গোটা এলাকায় ট্রলি চিরতরে নিষিদ্ধের ঘোষণায় উত্তপ্ত বিরাজ করছে। নিহত নিজামের সাথে থাকা তাঁর বন্ধু তরিকুল ইসলাম এর ডান পা ভেঙে যায়। এ সময় পা ভেঙে গুরুতর আহত বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে। 


৬ এপ্রিল রবিবার দুপুর দেরটার দিকে উপজেলার কাছিপাড়া- বাহেরচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিজাম কাছিপাড়া গ্রামের মো. নাজেমর ছেলে।


আরও পড়ুন: বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ শিক্ষার্থীকে পিটিয়ে জখম


মানববন্ধনে বক্তব্যরা বলেন, অবৈধ যান্ত্রিক রেজিস্ট্রেশন বিহীন ট্রলি এ নিয়ে পাচঁজন লোক নিহত হয়েছে। এর মধ্যে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়িক রয়েছে। আমরা এলাকাবাসী এই ঘাতক অবৈধ ট্রলি সবসময়ের জন্য নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছি। 


এ ঘটনায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসন বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এসডি/