সাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:২৫ পিএম, ৯ই এপ্রিল ২০২৫


সাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা উদ্ধার
মালয়েশিয়াগামী ট্রলার

কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে নৌবাহিনী।


আরও পড়ুন: কক্সবাজারে গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ থেকে ভাংচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ১


মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের গভীর সাগরে এ অভিযান চালানো হয় বলে নৌবাহিনীর সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


উদ্ধার হওয়াদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ নারী ও ২৮ জন শিশু রয়েছে। তারা সকলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।


এতে বলা হয়েছে, সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূল পয়েন্ট দিয়ে ২১৪ জন রোহিঙ্গা বোঝাই ‘এফবি কুলসুমা’ নামের একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমের ৪৪ নটিক্যাল মাইল দূরবর্তী গভীর সাগরে ট্রলারটি অবস্থান করছিল। এসময় নৌবাহিনীর ‘বানৌজ দুর্জয়’ জাহাজটি সদস্যরা ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামার জন্য নির্দেশ দেয়। কিন্তু ট্রলার দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে নৌবাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে ট্রলারটির গতিরোধ আটকাতে সক্ষম হয়।


এসময় ট্রলারে থাকা লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া তথ্য জানায়। তারা সকলে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক বলে তথ্য দেয়। পরে ট্রলারে থাকা রোহিঙ্গাদের উদ্ধার করে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে আনার পর হস্তান্তর করা হয়।  


এসব রোহিঙ্গাদের পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য কোস্টগার্ড ব্যবস্থা নেবে বলে নৌবাহিনীর সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আরও পড়ুন: ঈদের ছুটিতে পা ফেলার জায়গা নেই কক্সবাজারে


কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর জানান, মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হওয়া রোহিঙ্গাদের নৌবাহিনীর সদস্যরা কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে হস্তান্তর করেছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। 


উদ্ধার রোহিঙ্গাদের পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


এসডি/