কক্সবাজারে গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ থেকে ভাংচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ১


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫


কক্সবাজারে গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ থেকে ভাংচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ১
ছবি: প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলীতে ইজরায়েলি পণ্যর সাইন বোর্ড থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা হয়েছে।


আরও পড়ুন: ঈদের ছুটিতে পা ফেলার জায়গা নেই কক্সবাজারে


মঙ্গলবার (৮ এপ্রিল) পানসি রেস্তোঁরার মালিক নুরুল আলম চৌধুরী বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা অজ্ঞাত আসামি সংখ্যা ৩ শত জন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।


কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে গ্রাফতারের বিস্তারিত নাম, পরিচয় নিশ্চিত করেননি তিনি।


সোমবার সকালে কক্সবাজার শহরে আয়োজিত একটি মিছিল থেকে কলাতলী এলাকায় চালানো হয় ভাংচুর।


আরও পড়ুন: প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে পৌঁছেছেন


কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, ইজরায়েলি পণ্য রাখার অজুহাতে কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লংকা, পানসি রেস্টুরেন্ট এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। এসময় কাঁচ লেগে কয়েকজন পর্যটক আহত হয়েছে। এছাড়া কলাতলীর মোড় থেকে পর্যটন জোনের যেখানে এমন সাইনবোর্ড ছিল তার সব কয়েকটি ভাংচুর চালানো হয়।


এসডি/