প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে পৌঁছেছেন
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৫

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজারে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেস। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার।
আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনো চিঠির জবাব দেয়নি ভারত
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, শুক্রবার দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবকে বহনকারী বিমান।
কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে একসাথে বসে ইফতারে করবেন।
জাতিসংঘের মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্রগুলো পরিদর্শন করবেন।
আরও পড়ুন: সরকারি শূন্যপদগুলোতে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ ড. ইউনূসের
পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে কক্সবাজার থেকে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টা ৩০মিনিটের দিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

রোহিঙ্গারা আগামী ঈদ মিয়ানমারে করতে পারেন সেই চেষ্টা চলছে: ড. ইউনূস

সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে

আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে: ড. ইউনূস
