কুষ্টিয়ায় চোর স‌ন্দে‌হে যুবক‌কে নির্যাতন ক‌রে হত‌্যার অ‌ভি‌যোগ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫


কুষ্টিয়ায় চোর স‌ন্দে‌হে যুবক‌কে নির্যাতন ক‌রে হত‌্যার অ‌ভি‌যোগ
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া শহরের চর থানাপাড়ায় চুরির অভিযোগ তুলে এক যুবককে নির্যাতন করে হত্যার অ‌ভি‌যোগ উঠেছে। 


আরও পড়ুন: কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক সেবনকারী গ্রেফতার

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে নিজের বসতবাড়ি থেকে কয়েক বাড়ি পরে একটি টয়লেটের পাশে তাঁর লাশ পড়ে ছিল। কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ‌টি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠি‌য়ে‌ছে।


নিহত যুব‌কের নাম ছুরমান আলী (৩৫)।‌ তি‌নি চরথানাপাড়া এলাকার কালাম হোসেনের ছেলে। পেশায় রিকশাচালক ছিলেন। জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ব‌লেন,‘ছুরমানকে চুরি অভিযোগে টর্চার করে মারা হয়েছে। একপর্যায়ে হয়তো মারা গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছুরমান চরথানাপাড়া এলাকায় বাস করেন। স্থানীয় এক প্রতিবেশী আবদুল হাকিমের সাথে তার বিরোধ চলছিল। ওই প্রতি‌বেশীর বা‌ড়ি‌তে চু‌রির ঘটনার জ‌ড়িত থাকার অ‌ভি‌যোগ তু‌লে স্থানীয় ১০ থে‌কে ১২ জন ছুরমান‌কে বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে নিজ বাড়ি থেকে কয়েকটি বাড়ির পরে উজ্জ্বলের বাড়ির শৌচাগারের পাশে গলায় গামছা দি‌য়ে পেচা‌নো নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।


আরও পড়ুন: জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন


পরে খবর পেয়ে সেখানে কুষ্টিয়া মডেল থানা পুলিশ যায়। ওসি মোশাররফ হোসেন বলেন, সকালে লাশ পড়ে থাকার বিষয়টি জানার পর সেখানে যাওয়া হয়। নিহতের শরীরে টর্চারের চিহৃ দেখা গেছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। 


এসডি/