Logo

জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২৪, ০১:০৩
45Shares
জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন
ছবি: সংগৃহীত

মানববন্ধনে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়

বিজ্ঞাপন

রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের ওপর রাজধানীর বাংলামোটর এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়ার সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানববন্ধন বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, বাংলাভিশন টেলিভিশন ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি হাসান আলী।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবে কোষাধক্ষ্য ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এম লিটনউজ্জামান, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সনি আজিম, এখন টিভির জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ দৈনিক লালন কণ্ঠ পত্রিকার সম্পাদক প্রকাশক মো. আনোয়ারুল ইসলাম, দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহফুজুর রহমান, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহীন আহমেদ জুয়েল, দৈনিক সত্য খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. শরীফ আহমেদ, কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. আরাফাত হোসেন, দৈনিক কৃষি কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক আমিন হাসান, দেশ তথ্যের স্টাফ রিপোর্টার অপেলিয়া কনি, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আনিস মন্ডল, বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি আকরামুজ্জামান আরিফ, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি আরিফ মেহমুদ, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি লালটু আহমেদ, ইত্তেফাক ডিজিটাল এর  প্রতিনিধি সাগর হোসেন, প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মো. চয়েন হোসেন, বাস্তব চিত্রের সম্পাদক রাশিদা রিতা, সত্য খবরের স্টাফ রিপোর্টার তোকির আহমেদ, সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম, মানবজমিনের জেলা প্রতিনিধি এজে সুজন, আজকের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার সৌরভ হোসেন, দৈনিক জনতার ইশতেহার জেলা প্রতিনিধি আরিফ হোসেন, জনবাণীর ভেড়ামারা প্রতিনিধি ওলিউর রহমান, নবদেশ টোয়েন্টিফোরের সম্পাদক আবু জাহিদ, দেশতথ্যের স্টাফ রিপোর্টার খালেদ সাইফুল, জয়যাত্রার স্টাফ রিপোর্টার আহসানুল হক, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি আহসান হাবিন বিদ্যুৎসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা ৷

বিজ্ঞাপন

এমএল/  

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD