Logo

লামায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ,গ্রেফতার ২

profile picture
জনবাণী ডেস্ক
১১ এপ্রিল, ২০২৫, ০২:৪১
18Shares
লামায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ,গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

কিশোরীকে বিয়ের প্রলোভনে লামা বাজার থেকে মাহি আগে বুকিং দেওয়া উপজেলার শিলেরতুয়া মুইংতং রিসোর্টে নিয়ে যায়

বিজ্ঞাপন

বান্দরবানের লামা পৌরসভার শিলেরতুয়া এলাকা থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (১০ এপ্রিল) রাতে লামা পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

গ্রেফতার মাহি (১৮) লামা পৌরসভার পশ্চিমপাড়া এলাকার জসিমের ছেলে ও হাসান মাহমুদ (২২) একই পৌরসভার শিলেরতুয়া নয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,আটক মাহি গত মঙ্গলবার রিসোর্ট মালিক হাসান মাহমুদকে ফোন দিয়ে রুম বুকিং দেয়। পরে বুধবার (৯ এপ্রিল) ১২টার দিকে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে লামা বাজার থেকে মাহি আগে বুকিং দেওয়া উপজেলার শিলেরতুয়া মুইংতং রিসোর্টে নিয়ে যায়। পরে রিসোর্ট মালিকের সহযোগিতায় স্থানীয় শুভ ও ইফাতসহ অজ্ঞাতনামা কিছু যুবক রুমে ঢুকে মাহি ও কিশোরীকে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে তাদেরকে রুমে আটকে রেখে মারধর করে টাকা দাবি করে। পরে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে প্রেমিক মাহিসহ রিসোর্ট মালিককে আটক করে।

বিজ্ঞাপন

কিশোরীর মা জানান,বুধবার দুপুর ১২টার দিকে আমার মেয়ে লামা বাজারে আসলে এরপর আর খুঁজে পাওয়া যায়নি। পরে মেয়ের ফোন বন্ধ পেলে আত্মীয়- স্বজনসহ বিভিন্ন দিকে খোঁজা-খুঁজি করা হয়। পরে রাতে মেয়ের ফোন থেকে একটা কল আসে তখন ফোনে কিছু যুবক বলেন,আপনার মেয়ে আমাদের কাছে আটক রয়েছে। ৫০ হাজার টাকা নিয়ে আসেন, না হলে আপনার মেয়ের আপত্তিকর কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হবে। আমি তখন কোনো উপায় না পেয়ে লামা থানায় ঘটনাটি বলার পর মুইংতং রিসোর্ট থেকে আমার মেয়েকে উদ্ধার করে। তিনি বাদী হয়ে ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ করে লামা থানায় একটি মামলা রুজু করে।

বিজ্ঞাপন

লামা থানার অফিসার ইনচার্জ মো.তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদেরও গ্রেফতার করা হবে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD