লালমনিহাটে কালবৈশাখীর তাণ্ডবে ঘর বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

লালমনিহাটের পাটগ্রামে কালবৈশাখী ঝড়ে অন্তত শতাধিক বসতঘর ও ২০ টি দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে প্রায় ১০ ঘন্টা।
আরও পড়ুন: পাটগ্রামে ঘোড়ার হাল চাষে পরিবার চলে বৃদ্ধ মমিনের
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে পাটগ্রাম পৌরসভা, পাটগ্রাম সদর, জগতবেড়, জোংড়া এবং দহগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম এলাকায় উপর দিয়ে তীব্র বাতাসের সাথে ঝড় বয়ে গেলে এসব ক্ষতি হয়। এ সময় প্রবল বৃষ্টি আর বাতাসে কয়েক শ একর ভুট্টা ও সবজি ক্ষেত মাটিতে হেলে পড়ে ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে তীব্র বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম এলাকায় শতাধিক কাঁচা-পাকা বাড়িঘর ও দোকানপাট ভেঙে পড়ে। বৈদ্যুতিক খুঁটি এবং তার ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
পাটগ্রাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার জানান, ব্যাপক ঝড় ও বৃষ্টিতে এ উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার প্রায় ২৬০ হেক্টর ভুট্টা খেত এবং ৫ হেক্টর সবজি খেত হেলে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করতে কয়েকদিন সময় লাগবে।
পাটগ্রামের বাসিন্দা আকবার আলী (৫০) বলেন, বৃহস্পতিবার সকালে হঠাৎ ঝড়ে আমার ঘর উল্টে যায়। কোনোমতে পরিবারের লোকজন নিয়ে বের হয়ে জানে বেঁচে যাই। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছি।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ঝড়ে প্রায় ১২০ টি ঘর বাড়ি ও ১৫ টি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বা দায়িত্বরতদেরকে ক্ষয় ক্ষতির উল্লেখ করে তালিকা দিতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো প্রদর্শন করা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে চাকরীচ্যুত বিডিয়ার সদস্যগণের মানববন্ধন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হবে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

যাত্রীবাহী মাইক্রো ভেবে পুলিশের গাড়ী পথরোধ করে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

কুড়িগ্রামে চাঁদার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ
