ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা মো. ওমর এর বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থী কে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ভোলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
শুক্রবার (১১ এপ্রিল) রাত আনুমানিক এগারোটার সময় ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভুক্তভোগীর নিজ ঘরের পাশে এই ঘটনা ঘটে। মো. ওমর উপজেলার হাসান নগর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় বোরহানউদ্দিন থানার ধর্ষণের মামলা হয়েছে।
ভুক্তভোগী দাখিল পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, আমার দাখিল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। শুক্রবার রাত ১১ টার সময় ঘরের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যাই। আগে থেকেই বাগানে ওঁৎ পেতে ছিল ছাত্রলীগ নেতা ও ধর্ষক ওমর কাজী। কিছু বুঝে ওঠার আগেই আমার মুখ চেপে বাগানের ভিতরের দিকে নিলে চিৎকার চেচামেচি করলে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে।
ভুক্তভোগীর মা জানান, ধর্ষণের শিকার হয়ে ঘরে এসে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে।
ভুক্তভোগীর বড় ভাই জানান, আমার ছোট বোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে গেলে ধর্ষণের শিকার হন। ধর্ষকে বাবা ডেকেও ধর্ষণের লালসা থেকে রক্ষা পায়নি আমার বোনটি। অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেপার করেন। এদিকে এ ধর্ষণের ঘটনায় দৃষ্টামূলক শাস্তির দাবী করছে এলাকাবাসী।
অন্যদিকে জানা যায় ওমর কাজী হাসান নগর ইউনিয়নের শাহজাহান কাজী বাড়ীর মৃত বশির কাজীর ছেলে। সে গত ৩ বছর আগে বিয়ে করেছে একটি ছেলে সন্তান রয়েছে।
আরও পড়ুন: ভোলায় আরও ১৯টি গ্যাসকূপ খনন করা হবে: ফাওজুল কবির খান
এব্যাপারে ভোলা সদর হাসপাতালের ডা. তায়বুর রহমান জানান, ওর চিকিৎসা আমরা দিয়েছি। পরীক্ষার রিপোর্ট ছাড়া এ বিষয় কিছু বলা যাবে না।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এসডি/