কুড়িগ্রাম রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে তরমুজ খাওয়া কর্মসুচি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

আমিনুর রহমান, কুড়িগ্রাম: তীব্র তাপদাহে তৃষ্ণার্ত প্রাণে একটুখানি স্বস্তির পরশ বুলিয়ে দিতে কুড়িগ্রাম শহরে চলাচলরত রিকসা ও ভ্যান চালকগনকে বিনা মুল্যে তরমুজ খাওয়ানো কর্মসুচি পালন করা হয়েছে। এই ব্যতিক্রম কর্মসুচির আয়োজন করে কুড়িগ্রাম জেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক আমিনুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে শহরের শাপলা চত্ত্বর এলাকায় বিনামুল্যে তরমুজ খাওয়ানো কর্মসুচির উদ্বোধন করেন আয়োজক সংগঠনের সভাপতি মোঃ খলিলুর রহমান।
এই কর্মসুচিতে যোগদেন কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।
কুড়িগ্রাম শহরের শাপলাচত্ত্বর, হাসপাতাল মোড়, আদর্শ পৌরবাজার, কলেজ মোড় এবং বাসটার্মিনাল এলাকায় সড়কে চলাচলরত রিকসা চালকগণকে বিনামুল্যে তরমুজ খাওয়ানোর কাজে অংশ নেন কুড়িগ্রাম জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক মোঃ নছিয়ত উল্লা,সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর ইসলাম, সহ সাধারন সম্পাদক নুর হোসেন, সড়ক -সম্পাদক আব্দুস শাফি, ধর্মবিষয়ক সম্পাদক নুর ইসলাম, সহ-সভাপতি ইসলাম ও সদস্য আব্দুস ছামাদ সহ আরো অনেকে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

যাত্রীবাহী মাইক্রো ভেবে পুলিশের গাড়ী পথরোধ করে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

কুড়িগ্রামে চাঁদার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ
