শান্তিপুর্ণ উপায়ে বাংলা বর্ষ বরণ হবে ইনশাল্লাহ: ডিসি নুসরাত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

আমিনুর রহমান, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেছেন- সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যেমন শান্তিপুর্ণ এবং ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে ঈদ উৎসব উদযাপন করেছি, তেমনিভাবে আগামীকাল পহেলা বৈশাখেও শান্তি শৃঙ্খল উপায়ে সকলেই বাংলা বর্ষ বরণ শোভা যাত্রা সহ অন্যান্য সকল কর্মসুচি পালন পালন করবো ইনশাল্লাহ।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভার সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায়ের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা আরো বলেন- আমি নিজে সরকারী হাসপাতালগুলি পরিদর্শন করে দেখতে পেয়েছি প্রায় হাসপাতালগুলি পরিস্কার-পরিচ্ছন্ন নয়। চিকিৎসা সেবার পুর্বশর্ত হচ্ছে পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা। হাসপাতালে যারা পরিচ্ছন্নকর্মী রয়েছেন তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
কুড়িগ্রাম জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, ২২ বীর কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মাসরুর ইলাহ, কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা জজ কোর্টের পিপি মোঃ বজলুর রশীদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোঃ শাহীনুর রহমান সর্দার (শিপন), জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

যাত্রীবাহী মাইক্রো ভেবে পুলিশের গাড়ী পথরোধ করে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

কুড়িগ্রামে চাঁদার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ
