Logo

পহেলা বৈশাখের বিকেলে রমনা পার্কে দর্শনার্থীদের ভীড়

profile picture
জনবাণী ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৫, ০৫:০৬
47Shares
পহেলা বৈশাখের বিকেলে রমনা পার্কে দর্শনার্থীদের ভীড়
ছবি: সংগৃহীত

নেই কোনো রাজনৈতিক উত্তেজনা

বিজ্ঞাপন

পহেলা বৈশাখের বিকেল বেলায় রমনা পার্ক এলাকায় ভিড় বেড়েছে। নারী-পুরুষ ও ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সর্বস্তরের মানুষ বর্ষবরণ আয়োজনে অংশ নিতে আসেন। বাবা-মায়ের হাত ধরে শিশুরাও আসে রমনার। সবার পোশাক্ই যেন বৈশাখী সাজ। বিশেষত নারীদের শাড়ি আর পুরুষদের পরনে পাঞ্জাবি।

 

সোমবার (১৪ এপ্রিল) রমনাপার্কে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

দর্শনার্থীরা বলছেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এ বৈশাখ যেন উৎসবে নতুন এক মাত্রা এনেছে। নেই কোনো রাজনৈতিক উত্তেজনা, নেই সংঘর্ষ-হানাহানি— যে কারণে শান্তিপূর্ণ পরিবেশে বর্ষবরণ করতে পারছেন তারা।

বিজ্ঞাপন

সরেজমিনে রমনাপার্ক ঘুরে এমনই চিত্র দেখা যায়, সকাল থেকে পহেলা বৈশাখের বিভিন্ন আয়োজন চলছে রমনাপার্কে। আয়োজন দেখতে এসেছেন দর্শনার্থীরা। আবার কেউবা এসেছেন ছুটির দিন উদযাপন করতে।

বিজ্ঞাপন

কেউ এসেছেন বাচ্চা নিয়ে, কেউ এসেছেন বন্ধু-বান্ধব নিয়ে, আবার কেউবা এসেছেন পরিবার নিয়ে। সবাই নিজের মনের আনন্দে সময় কাটাচ্ছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে রমনাপার্কে আগত দর্শনার্থীদের বাড়তি নিরাপত্তা দিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ, র‌্যাবের পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্য ও কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন রমনা পার্ক এরিয়াতে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বিজ্ঞাপন

এদিকে রমনাপার্কে উপচে পড়া ভিড় রয়েছে দর্শনার্থীদের। রমনার প্রতিটি কোণ যেন হয়ে উঠেছে একেকটি মিলনমেলা। লাল-সাদা শাড়ি, রঙিন ফিতা আর পাঞ্জাবিতে সেজেছেন তরুণ-তরুণীরা। চারপাশে বেজে চলেছে ঢাক-ঢোল, বাঁশি আর লোকগান। শিশু চত্বরে শিশুদেরও রয়েছে উপচে পড়া ভিড়।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD