ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত


Janobani

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৫


ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত
ছবি: প্রতিনিধি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)তে বর্নিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।  


সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে সকাল ৯টা থেকে ডিআরইউ প্রাঙ্গনে সদস্যদের মাঝে মুড়ি-মোয়া, নকুলদানা, মুড়কি, মুড়ালি, কদমা ও বাতাসা পরিবেশন করা হয়।


সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন ডিআরইউ সদস্য, সন্তান ও অতিথি সঙ্গীত শিল্পীরা। দুপুরে ডিআরইউ ক্যান্টিনে সাদা ভাত, ডিম, মুরগী/মাছ, বেগুন ভাজি, শুটকি ভর্তা, সবজি ও আম ডাল পরিবেশন করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গন ব্যানার ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়।


দিনভর আয়োজিত অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেলে সঞ্চালনায় সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাসুম, মনির হোসেন লিটন, রাজু আহমেদ, কবির আহমেদ খান, মশিউর রহমান খান, সহসভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, কল্যান সম্পাদক রফিক মৃধা, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জমান, আমিনুল হক ভূঁইয়া, মো: ফারুক আলম, সুমন চৌধুরী ও মোঃ সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) সহ ডিআরইউ সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বাউল শিল্পী লাভলী শেখ, ফারজানা ইভা, রেখা সুফিয়ানা, ডিআরইউ সদস্য  রেজা করিম, ইসারফ হোসেন ইসা, বিপ্লব বিশ্বাস, সদস্য সন্তান নাবিদ রহমান তুর্য, নওশীন তাবাসসুম তৃণা, আরিশা আরিয়ানা, সানদিহা জাহান দিবা, মুয়ান্তিকা রহমান সানাইয়া, মায়াবী রায়, অনুদীপ রায়, শ্রদ্ধা রায় প্রমুখ গান পরিবেশন করেন।