Logo

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় নথি পুড়ে গেছে

profile picture
জনবাণী ডেস্ক
২২ এপ্রিল, ২০২৫, ২২:২৫
47Shares
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় নথি পুড়ে গেছে
ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় নথি পুড়ে গেছে

বিজ্ঞাপন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় গোয়েন্দা শাখায় (ডিবি) থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।গত ৫ আগস্টে অগ্নিকাণ্ডের পর নথিগুলো পুড়ে যাওয়ার কথা উঠে আসে, যা মামলার তদন্তে প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে হাইকোর্টে অতিরিক্ত আরসাদুর রউফ জানায়, আমরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি এবং শেষ করতে আরও কিছু সময় প্রয়োজন। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আরও সময় দেওয়ার অনুরোধ জানানো হলে, আদালত তদন্ত শেষ করার জন্য ২২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন।  

বিজ্ঞাপন

এর আগে, ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল। সেই সাথে ৬ এপ্রিলের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করে। এই টাস্কফোর্সে ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান, দুই অতিরিক্ত উপমহাপরিদর্শক এবং র‍্যাবের পরিচালক। তবে, ৬ এপ্রিলের মধ্যে কোনো অগ্রগতি হয়নি কারণ আদালতের ছুটির কারণে কাজ থেমে ছিল।  

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকা শহরের পশ্চিম রাজাবাজারে নিজের বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর ১২ ফেব্রুয়ারি নিহত রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।  

২০১২ সালে এই হত্যাকাণ্ডের পর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিট করে এবং সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা চান।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD