সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে ২৫ বাংলাদেশী আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৭ পিএম, ২৫শে এপ্রিল ২০২৫


সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে ২৫ বাংলাদেশী আটক
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় নারী-শিশুসহ ২৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।


শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: ঝিনাইদহে এবার বাসের ছাঁদ খুলে ঝুলছিলো গাছে


এতে বলা হয়, শুক্রবার সকাল ৬টা ৩০মিনিটের দিকে উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের আব্দুর রহিমের ভুট্টাক্ষেতের মধ্য থেকে নিয়মিত টহল পরিচালনা করে ২৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। 


আটককৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন নারী ও চারজন শিশু।তারা নড়াইল, খুলনা, ঢাকা, মাগুরা ও যশোর জেলার বাসিন্দা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।


এমএল/