Logo

পাকিস্তানে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ সন্ত্রাসী নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৫, ২২:৪১
63Shares
পাকিস্তানে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ সন্ত্রাসী নিহত
ছবি: সংগৃহীত

এ সময় আরও অন্তত চারজন আহত হয়েছেন

বিজ্ঞাপন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও চারজন। 

শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর চালানো এক অভিযানে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে বান্নুতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে সফলভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র গোলাগুলি হয়। এতে ছয় সন্ত্রাসী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, এলাকাটিতে অন্য কোনও সন্ত্রাসী পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের মূলোচ্ছেদে দৃঢ়প্রতিজ্ঞ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের হার বেড়ে গেছে।

বিজ্ঞাপন

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চ মাসে সন্ত্রাসী হামলার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়, যা ২০১৪ সালের পর প্রথম।

বিজ্ঞাপন

গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫-এ পাকিস্তান দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেখানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে ১,০৮১ জনে দাঁড়িয়েছে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD