Logo

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ৭ সেনা নিহত

profile picture
জনবাণী ডেস্ক
৭ মে, ২০২৫, ০৫:৫৮
67Shares
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ৭ সেনা নিহত
ছবি: সংগৃহীত

স্থিতিশীলতা ও উন্নয়ন নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে

বিজ্ঞাপন

পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বোমা হামলায় ৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন। 

দেশটির গণমাধ্যম সামা নিউজ জানিয়েছে, কাচ্ছি জেলার মাচ এলাকায় মঙ্গলবার (০৬ মে) সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ভয়াবহ এই হামলা চালানো হয়। হামলায় সন্ত্রাসীরা একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) জড়িত, যাদের ভারতীয় মদদপুষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়, হামলায় ৭ সেনা সদস্য শহীদ হয়েছেন। হামলার পরপরই পাকিস্তান সেনাবাহিনী ওই এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান শুরু করেছে এবং সন্ত্রাসীদের নির্মূল করার প্রচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলার দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। সেনাবাহিনী ও জাতি বালুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও তাদের এ দেশীয় দোসরদের অপচেষ্টা পাকিস্তানের সাহসী সেনা ও জনগণের একতাবদ্ধ প্রতিরোধের মুখে ব্যর্থ হবে। এই শহীদদের আত্মত্যাগ আমাদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD