৪২° ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, বিপাকে শ্রমজীবী মানুষ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৩ পিএম, ১০ই মে ২০২৫


৪২° ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, বিপাকে শ্রমজীবী মানুষ
ছবি: সংগৃহীত

গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি থেকে তীব্র তাপদাহ আজ রুপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। গত দুইদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়।


চুয়াডাঙ্গা জুড়ে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। সূর্যের প্রখরতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমের ফলে জেলা শহরের বিভিন্ন সড়কের পিচ গলে যেতে দেখা গেছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে থেকে বের হচ্ছে না মানুষ। রোদের প্রখরতাই শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশাচালকেরা গরমে অস্থির হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া সাধারণ শ্রমজীবি মানুষ।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, গলে যাচ্ছে পিচ


শনিবার (১০ মে) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৩ শতাংশ। তবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।


সকাল থেকেই প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গরমে হাঁসফাসঁ জনজীবন, ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা


চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আগামী কয়েকদিন এমন অবস্থা বিরাজমান থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।


এমএল/