Logo

ইবি’র ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত, উত্তীর্ণ ৭০ শতাংশ

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৫, ২২:২০
72Shares
ইবি’র ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত, উত্তীর্ণ ৭০ শতাংশ
ছবি: সংগৃহীত

পরীক্ষার্থীর ৭০ দশমিক ৪০ শতাংশ। এতে ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

বিজ্ঞাপন

 রবিবার (১১ মে) রাত সাড়ে নয়টার দিকে ধর্মতত্ত্ব অনুষদের ডিন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কাছে ফলাফল হস্তান্তর করেন ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান-সহ ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষকবৃন্দ। 

এবার প্রকাশিত ফলাফলে জিপিএসহ ১২০ নম্বরের মধ্যে ১০৪ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে নওগাঁর ফনামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার ছাত্র মো. রাকিবুল হাসান।

বিজ্ঞাপন

‘ডি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, ‘এবারের 'ডি' ইউনিটে ২ হাজার ২৪ জন অংশগ্রহণকারী ভর্তিচ্ছুর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ২৮৭ জন। মোট পরীক্ষার্থীর ৭০ দশমিক ৪০ শতাংশ। এতে ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। কোনো ধরনের অভিযোগ আসেনি।’ 

বিজ্ঞাপন

উল্লেখ্য, ধর্মতত্ত্ব অনুষদের অধীনস্থ তিনটি বিভাগ- আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ মিলিয়ে মোট চারটি বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD