হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ধান কাটতে গেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিজ্ঞাপন
হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে মস্তুর মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত মস্তুর মিয়া (৩৫) ওই ইউনিয়নের রতনপুর গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মস্তুর মিয়া জমিতে ধান কাটতে গেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নুর আলম।
বিজ্ঞাপন
এসডি/








