বেনাপোল সীমান্তে হিরোইনসহ ভারতীয় নাগরিক আটক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ১৮ই মে ২০২৫

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল ক্যাম্পের সদস্যরা বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় হেরোইন সহ শ্রী জয়ন্ত দত্ত নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে।
আরও পড়ুন: বেনাপোলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
শনিবার (১৭ মে) রাতে ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে হিরোইন সহ তাকে হাতেনাতে আটক করা হয়।এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলও আটক করা হয়।
আটক শ্রী জয়ন্ত দত্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তর ছেলে।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ভারতীয় নাগরিক ভারতীয় হিরোইন নিয়ে মটর সাইকেল যোগে বেনাপোল বাজারের দিকে যাবে।
এমন সংবাদে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে হিরোইন এর চালানটি আটক করেন।
আরও পড়ুন: বেনাপোল-পেট্রাপোল বন্দরে বন্ধ আমদানি-রপ্তানি
এ সময় একটি মোটরসাইকেল দুইটি মোবাইল ১২,০০০০০/- (বার লক্ষ ) টাকার সিজার মূল্য হিরোইনসহ তকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
এসডি/