হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে ১৫ গ্রামের মানুষ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২০ পিএম, ২০শে মে ২০২৫

পটুয়াখালীর মহিপুরে হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালের মধ্যে পড়ে গেছে।
মঙ্গলবার (২০ মে) সকালে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের উপর নির্মিত সেতুটি ভেঙ্গে পড়ে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে সেতু ভেঙ্গে যাওয়ায় যাতায়াত ভোগান্তিতে পড়েছে ১৫ গ্রামের ১৫ হাজার মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকরা।
আরও পড়ুন: পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর পুড়ে ছাই
২০০৪ সালে এ সেতুটি নির্মান করে এলজিইডি। প্রায় ৫ বছর আগে চলাচলের অনুযোগী হলেও সেতুটি নির্মানে কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সাধারন মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো, হাবিবুল্লাহ খান রাব্বি বলেন, এই সেতুটির এপার-ওপারে কলেজ, মাদ্রাসা, হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয় আছে। সেতুটি ভেঙে পড়ায় শতশত ছাত্র ছাত্রী ও হাজারো মানুষের চলাচলে এখন চরম ভোগান্তি। এসেতুটি নির্মাণ করা খুবই জরুরী।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় 'দানা'র ক্ষয়ক্ষতি মোকাবিলায় পটুয়াখালীতে সাইক্লোন শেল্টার
কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, ভেঙ্গে যাওয়া এ সেতু সহ উপজেলার ঝুঁকিপূর্ণ ৫ টি সেতু নির্মানে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরী প্রস্তাবনা পাঠানো হবে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

তারেক রহমানের সহযোগিতায় মাথা গোজার ঠাই পেলেন পিরোজপুরের শাহীনুর

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত
