ভেড়ামারায় লিচু পাড়তে গিয়ে প্রাণ গেল ৮০ বছরের এক বৃদ্ধের
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২২ পিএম, ২৬শে মে ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় লিচু গাছে ওঠে লিচু পাড়তে গিয়ে প্রান গেলো ৮০ বছরের এক বৃদ্ধের।
লিচু গাছের এক ডাল থেকে অন্য ডালে যাওয়ার সময় ডাল ভেঙে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হলে ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার (২৬ মে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ভেড়ামারায় ৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক
নিহতের নাম রেজাউল আহসান লেলিন (৮০)। সে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে রনপিয়া গ্রামের বাসিন্দা।
গত ১৩ই মে সকাল ১১ টায় নিজ বাড়ির আঙিনায় লিচু বাগানে ওঠেন বৃদ্ধ রেজাউল হাসান লেলিন। একডাল থেকে আরেক ডালে গিয়ে লিচু পাড়তে থাকেন তিনি। ডাল ভেঙে গিয়ে তিনি নীচে পড়ে যান। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত রেফার্ড করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
সেখানে ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা যান বৃদ্ধ রেজাউল হাসান লেলিন।
এসডি/