শাহজালাল বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে থাকা বোয়িং ৭৭৭ বিমানকে পেছন দিক থেকে ধাক্কা দিয়েছে বোয়িং ৭৩৭। এতে দুটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা যায়, রক্ষণাবেক্ষণের জন্য বিমানের হ্যাঙ্গারে আগে থেকেই একটি বোয়িং ৭৭৭ বিমান রাখা ছিল।
রবিবার দুপুরে একটি বোয়িং ৭৩৭ রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নেওয়ার সময় পেছন থেকে তা বোয়িং ৭৭৭ বিমানটিকে ধাক্কা দেয়।
এতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র্যাডম নষ্ট হয়ে গেছে। আর বোয়িং ৭৩৭- এর লেজের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি সোমবার বিমান দুটি পরিদর্শনে হ্যাঙ্গারে যান। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।
ওআ/