Logo

চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু, নতুন শনাক্ত ১০

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুন, ২০২৫, ০৫:১৫
81Shares
চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু, নতুন শনাক্ত ১০
ছবি: সংগৃহীত

তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা

বিজ্ঞাপন

চট্টগ্রামে চলতি বছর করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। একইসঙ্গে একদিনে নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ২৪ ঘণ্টার করোনা প্রতিবেদনে এ তথ্য নিশ্চিৎ করা হয়েছে।

বিজ্ঞাপন

করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, করোনায় মৃত্যু হওয়া ব্যক্তি ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা। শফিউল পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার কিডনি ডায়ালাইসিস করানো হয় তার। করোনা শনাক্ত হওয়ার পরও স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে নিজ বাড়িতে মারা যান তিনি।

বিজ্ঞাপন

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন রোগ নির্ণয় কেন্দ্র ও হাসপাতালে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নগরীর ইমপেরিয়াল হাসপাতালে ৩ জন, এপিক হেলথকেয়ারে ২ জন, পার্কভিউ হাসপাতালে ৪ জন এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি ৬ জন, একজনের অবস্থা গুরুতর:

বিজ্ঞাপন

এদিকে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের মধ্যে করোনা চিকিৎসার ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩ জন করোনার জন্য বিশেষায়িত জেনারেল হাসপাতালে, দুজন বেসরকারি পার্কভিউ হাসপাতাল ও একজন ম্যাক্স হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ২৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনের অবস্থা কিছুটা গুরুতর। বাকিদের অবস্থা মোটামুটি ভালোর দিকে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চট্টগ্রাম সরকারিভাবে জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এই দুই হাসপাতালে পরীক্ষার অতিরিক্ত চাপ হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD