শ্রীমঙ্গলের সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ-ইন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৮ পিএম, ২৬শে জুন ২০২৫


শ্রীমঙ্গলের সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ-ইন
ছবি: প্রতিনিধি

মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্তত ১৯ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করার ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে পুলিশ উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্ত এলাকায় এই পুশ ইন এর ঘটনা ঘটে।


শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল পুলিশ ঘটনাস্থলের বাংলাদেশ ভূখন্ড থেকে  ওই ১৯ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়।


জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ব্যক্তিরা শরীয়তপুরের সখিপুর থানার মো. বিল্লাল (৫১), মরিয়ম বেগম (৪০), নিলুফার বেগম (৩৮), যশোরের শর্শা উপজেলার আলি মিয়া (৬০), মোঃ মিলন শেখ (৩৫) ও তার স্ত্রী মুসলিমা খাতুন (৩০), রহিমা খাতুন (৪৫), রুপালী বেগম (৩৫), একই জেলার ঝিকরগাছা উপজেলার শাহানারা খাতুন (৫০), নড়াইল জেলার কালিয়া উপজেলার শেফালী (৩৫) স্বপ্না বেগম (১৫), সাতক্ষীরার কলেরা উপজেলার আমির মোল্লা (১৪), রিমা খাতুন ২৭), রিমা খাতুন (২৭), আলী মিয়া (৬০), রহিমা খাতুন (৪৫), শাহানারা খাতুন (৫০), চট্টগ্রাম  জেলার ফটিকছড়ি উপজেলার খোরশেদ আলম (৩১) ও তাসলিমা খাতুন (৩৫) বলে জানায়।

 

দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন অঞ্চলে কর্মরত থাকার কথাও পুলিশকে জানায় তারা। 


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃতদের নাম-ঠিকানা যাচাই চলছে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে।


আরএক্স/