জুনে করোনা ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, মৃত্যুর সংখ্যা ৪১


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫


জুনে করোনা ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, মৃত্যুর সংখ্যা ৪১
ফাইল ছবি।

চলতি বছরের জুন মাসে করোনাভাইরাস এবং ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশের স্বাস্থ্য খাতে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে যে, জুন মাসে করোনা সংক্রমণে ২২ জন এবং ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।


ডেঙ্গুর পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, এই বছরের শুরু থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ২৯৬ জন, যার মধ্যে ৪২ জন মারা গেছেন।


অন্যদিকে, জুন মাসে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট এক্সএফজি এবং এক্সএফসি সংক্রমণ বাড়ানোর জন্য দায়ী। আইসিডিডিআরবি তাদের গবেষণায় উল্লেখ করেছে যে, এই দুই ভ্যারিয়েন্টের উপস্থিতি বেশি পরিলক্ষিত হচ্ছে, যার ফলে করোনার সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। জুন মাসের প্রথম ১০ দিনে ১৪টি জিনোম সিকুয়েন্স পরীক্ষা করা হলে, ১২টি নমুনাতে এক্সএফজি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।


এ পর্যন্ত, বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন এবং মারা গেছেন ২৯ হাজার ৫২১ জন। জুন মাসে ১ হাজার ৪০৯ জনের নমুনা পরীক্ষা করা হলে, ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে, এবং মৃত্যুর সংখ্যা ছিল ২২ জন।


চিকিৎসকরা জানান, করোনার নতুন এই ধরনটি বেশি সংক্রামক হলেও রোগের তীব্রতা তুলনামূলকভাবে কম। তবে, অসাবধানতা বা অজ্ঞতার কারণে এটি আবারও মারাত্মক হতে পারে। তাই জনগণকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


তাদের মতে, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন স্থানগুলি বন্ধ করতে হবে এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও বলছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা অতিরিক্ত চাপের মধ্যে পড়েছে, তাই জনগণকে সচেতন করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আরএক্স/