মহেশপুরে বজ্রপাত থেকে বাঁচতে তালগাছ রোপণের উদ্যোগ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫১ পিএম, ১লা জুলাই ২০২৫


মহেশপুরে বজ্রপাত থেকে বাঁচতে  তালগাছ রোপণের উদ্যোগ
ছবি: প্রতিনিধি

সারা দেশে যখন বজ্রপাতে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, ঠিক তখনই ঝিনাইদহের মহেশপুরে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। বজ্রপাত প্রতিরোধে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় মোট ৩০০টি তালের চারা রোপণ করা হয়েছে।


আরও পড়ুন: মহেশপুর গ্রামীণ ঐতিহ্যে মেতে ওঠে গরুর গাড়ির দৌড়ে দর্শকদের উল্লাস


মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা টু যাদবপুর সড়কের পাশে ও আশেপাশের পতিত জমিতে এসব তালের চারা রোপণ করা হয়। 


ইউএনও খাদিজা আক্তার বলেন, ‘বজ্রপাত রোধে তালগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিবেশের জন্যও উপকারী। তাই আমরা কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছি। 


উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা জানান, উঁচু তালগাছ বজ্রপাত শোষণ করে প্রাণহানি কমাতে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে এটি পরিবেশ সুরক্ষা ও ছায়া দেয়। এছাড়া তালগাছের পাতা ও গাছের কাঠও গ্রামবাংলার অর্থনীতিতে ভূমিকা রাখে। 


স্থানীয়রা জানান, আগের তুলনায় গ্রামাঞ্চলে তালগাছের সংখ্যা কমে গেছে। ফলে বজ্রপাতের ভয়াবহতা বেড়েছে। তাই এমন উদ্যোগে তারা খুশি।


আরও পড়ুন: মহেশপুর সীমান্তে ব্যাগ থেকে পিস্তল ও গুলি উদ্ধার


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও পতিত জমিতে আরও তালগাছ রোপণের পরিকল্পনা রয়েছে।


চারা রোপণের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাস্টারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।



এসডি/