বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই: জামায়াত আমির শফিকুর রহমান
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা চললেও মুক্তির সূর্য ঠিকই উদিত হবে। তিনি বলেন, "মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখা যাবে না। ইনশাআল্লাহ, বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই।"
শনিবার (৫ জুলাই) ফেনীতে একটি সম্মেলনে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, "যে তরুণেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের হাতে আমানত হিসেবে দিয়ে গেছে, আমরা সেই রক্তের সঙ্গে কোনো বেইমানি হতে দেব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। তবে এমন রক্ত যেন আর কোনো মা-বাবাকে দিতে না হয়—সেজন্য একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।"
তিনি আরও বলেন, "আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলব। নতুন বা পুরাতন—যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আগামীর লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোরআনকে বুকে নিয়েই আমরা বিজয় অর্জন করব, ইনশাআল্লাহ।"
রাজনীতির নামে অপকর্মের সমালোচনা করে জামায়াত আমির বলেন, "সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাজনীতির নামে নানা অপকর্ম আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করে দিতে চাই—সাবধান হোন, নিজেদের সংশোধন করুন, না হলে জনগণই আপনাদের জবাব দেবে।"
এ সময় আরও বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের মনোনীত প্রার্থী মু. সফিকুল আলম হেলাল প্রমুখ।
পথসভায় নেতারা দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা ও ভবিষ্যতের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
আরএক্স/