নির্বাচন বানচালের চক্রান্ত করছে এক গোষ্ঠী: মির্জা ফখরুল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫৯ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


নির্বাচন বানচালের চক্রান্ত করছে এক গোষ্ঠী: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শনিবার বিকেলে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আরও পড়ুন: সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি: তারেক রহমান


মির্জা ফখরুল বলেন, “দেশে একটি উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন বিভাজন সৃষ্টির মাধ্যমে মানুষকে বিভক্ত করতে চাইছে। ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেটিকে বানচাল করার চেষ্টাও তারা করছে।”


তিনি আরও বলেন, “১৯৭১ সালে আমরা যেমন স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছিলাম, আজও তেমনি আমাদের অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।”


আরও পড়ুন: বৃহত্তর সুন্নী জোটের আত্মপ্রকাশ


বিএনপি মহাসচিব জানান, দীর্ঘদিনের দমন-পীড়ন ও ফ্যাসিবাদী শাসনের পর অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাবে এবং সবার অধিকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগে। এছাড়া বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। সমাবেশে ঐতিহ্যবাহী নৃত্য, সেলাই মেশিন বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এএস