জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৫ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির অফিসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিছু সময় ধরে উত্তেজিত জনতা ভাঙচুর শুরু করে এবং পরে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। তাদের হামলায় অফিসের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পুলিশ বাহিনী জলকামান নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। তবে, পরিস্থিতি এখনও উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।
এর আগে ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানোর অভিযোগও উঠে। একইসঙ্গে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ও রাজশাহীর কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়।
এসডি/