Logo

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৫, ২২:৪৩
32Shares
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরি প্রার্থীরা।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরি প্রার্থীরা। 

রবিবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামেন অবস্থান নেন তারা। এসময় ওই কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা। তাদের সাথে একাত্মতা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

চাকরি প্রার্থীদের অভিযোগ, গত ২০ জুন চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস, অনুপস্থিত পরীক্ষার্থীদের উত্তীর্ণ দেখিয়ে চূড়ান্ত করা ও এক এলাকার প্রার্থীকে আরেক এলাকায় মনোনীত করার মতো অনিয়ম দেখা গেছে। অথচ এতকিছুর পরও তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই সিভিল সার্জন। আমরা এই নিয়োগ পরীক্ষা বাতিল চাই, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীনের প্রত্যাহার চাই এবং সুষ্ঠু তদন্ত চাই।

বিজ্ঞাপন

নিয়োগ ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদের অনিয়ম দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD