১২ ঘণ্টার মধ্যে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৫

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়াজনিত সক্রিয়তার কারণে আগামী ১২ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকালে এক আবহাওয়া বুলেটিনে জানানো হয়, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেইসাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসাথে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে দেশের নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা দিতে পারে। পাহাড়ি এলাকাগুলোতে হতে পারে ভূমিধস। নদ-নদীর পানি বাড়তে পারে হঠাৎ বৃষ্টির ফলে।
জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকেও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
আরএক্স/