দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, হজে মারা গেছেন ৪৪ জন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৭ই জুলাই ২০২৫


দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, হজে মারা গেছেন ৪৪ জন
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন বাংলাদেশি হাজি। এ পর্যন্ত হজের সময় মারা গেছেন মোট ৪৪ জন, যাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী।


সোমবার (৭ জুলাই) হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।


সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন হাজি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন হাজি। হাজিদের দেশে ফিরিয়ে আনতে মোট তিনটি এয়ারলাইনস দায়িত্ব পালন করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩২ হাজার ২৬২ জন, সৌদি এয়ারলাইনস ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৭৭৬ জন হাজিকে পরিবহন করেছে।


চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল, আর শেষ ফ্লাইটটি সৌদি আরব গিয়েছিল ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।


হজ শেষে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে এবং চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।


হজে মৃত্যু হওয়া ৪৪ জন হাজির আত্মার মাগফিরাত কামনা করেছে ধর্ম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো। তারা জানান, প্রয়োজনে মৃতদের দাফনের সব ধরনের ব্যবস্থা সৌদি সরকারের সহযোগিতায় গ্রহণ করা হয়েছে।


আরএক্স/