সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আদেশ ২০ জুলাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আদেশের তারিখ আগামী শনিবার (২০ জুলাই) নির্ধারণ করেছেন হাইকোর্ট।
সোমবার (০৭ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আবেদনকারী আইনজীবী মো. জসিম উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ফ্যাসিস্ট সরকারের আমলেও সঠিক সংবাদ প্রচারে ভূমিকা রেখেছে সিআরইউ
গত ২৮ মে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়। আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. জসিম উদ্দিন।
এর আগে, হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যর ঘটনায় প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে এনসিপি নেতা সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
আরও পড়ুন: ৬ মরদেহ পোড়ানো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
গত ২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’।
এই পোস্টকে কেন্দ্র করে সারজিস আলমকে পাঠানো নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। একইসঙ্গে নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। নোটিশ পাওয়ার পর ক্ষমা না চাওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।
এমএল/