যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষিদ্ধ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫


যমুনা ও পার্শ্ববর্তী এলাকায়  সভা-সমাবেশে নিষিদ্ধ
ফাইল ছবি।

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর আশপাশে এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা গণজমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।


আরও পড়ুন: উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব


এতে বলা হয়, আগামী৯ জুলাই থেকে বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকা) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেন ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।


ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে।

 

সম্প্রতি বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের ‍পর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কোনো ধরনের জমায়েত না করতে সতর্ক করেছিল ডিএমপি। তবে সোমবার (৭ জুলাই) ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফের যমুনার সামনে অবস্থান নেওয়ার চেষ্টা চালান চাকরিচ্যুত বিজিবির সদস্যরা। পরে পুলিশ তাদের সেখান থেকে হটিয়ে দেয়। 



এসডি/