ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হবে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫


ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হবে
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টির ফলে আগামী ২৪ ঘণ্টায় ফেনী জেলার মুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। এর ফলে মুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে এই সংস্থাটি। 


মঙ্গলবার (০৮ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  


আরও পড়ুন: নোয়াখালীতে ভারী বর্ষণে তলিয়ে গেছে সড়ক, জন দুর্ভোগ চরমে


পানি উন্নয়ন বোর্ড জানায়, চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীগুলোর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল আছে। এই নদীগুলোর পানি সমতল আগামী ১ দিনে বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মুহুরী নদী ফেনী জেলায় সতর্কসীমায় (বিপদসীমার কাছাকাছি) প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এই অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী ও পরবর্তী ২ দিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


বাপাউবো আরও জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে ও পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।


আরও পড়ুন: টানা বৃষ্টিতে উখিয়া ও টেকনাফের ৭০ গ্রামের মানুষ পানিবন্দি


সংস্থাটি জানায়, সুরমা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে ও কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিন এই নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকায় আগামী ৩ দিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার বিরাজমান আছে। যা আগামী ১ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান আছে এবং এই অববাহিকায় আগামী ১ দিন ভারী থেকে অতি ভারী ও পরবর্তী ২ দিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


এমএল/